চেংদু টেক্সটাইল কলেজ ও মাভাবিপ্রবির শিক্ষা সমঝোতা চুক্তি সাক্ষরিত

মোহাইমিনুল কাইয়্যূম, মাভাবিপ্রবি
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, সোমবার, ৯ জুলাই ২০১৮ | ৪০৯

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক, শিক্ষা সহযোগিতা উন্নয়ন এবং বন্ধুত্বপূর্ন সম্পর্ক বৃদ্ধির লক্ষে চিনের চেংদু টেক্সটাইল কলেজের সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্টান্ডিং স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজু অফিসে ভাইস চ্যান্সলরের উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমঝোতা চুক্তি অনুষ্ঠানে চেংদু টেক্সটাইল কলেজের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক লি জিয়ান ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক সং ইয়ালু কলেজের পক্ষে প্রতিনিধিত্ব করেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.মোঃ আলাউদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময়ে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এন্ড কোঅপারেশনের মহাপরিচালক ঝ্যাং জিয়াওকিয়ান, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এন্ড কোঅপারেশনের সহকারী হে ইয়েঝি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোঃ ইকবাল মাহমুদ, ইএসআরএম বিভাগের সহযোগী অধ্যাপক ও গ্রন্থাগারিক শামীম আল মামুন, টেক্সটাইল এ্যালামনাই এর সাধারন সম্পাদক অমিত সরকার, বিভাগের সহকারী অধ্যাপক একেএম আয়তুল্লাহ হোসনে আসিফ, টেক্সটাইল এ্যালামনাইএর কার্যনির্বাহী সদস্য মোঃ এনামুল হক নিজাম, উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সমঝোতা চুক্তি অনুযায়ী মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক পর্যায়ে শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবে। এছাড়াও গবেষণা, প্রশিক্ষণ, প্রকাশনা, শিক্ষাসামগ্রী বিনিময়সহ স্বল্প মেয়াদী বিভিন্ন শিক্ষা কার্যক্রম এই চুক্তির আওতায় থাকবে বলে বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছেন।