নিখোঁজের ৪ মাস পর মায়ের কোলে ফিরলো মধুপুরের বায়েজীদ

হাফিজুর রহমান. মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৮ এএম, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০১৯ | ৫০৩

টাঙ্গাইলের মধুপুর থেকে নিখোঁজ মো. বায়েজীদ নামের ১০ বছরের শিশুকে উদ্ধার করেছেন পুলিশ। নিখোঁজের চার মাস পর মায়ের কোলে ফিরলেন বায়জীদ। সে মধুপুর পৌরসভার টেংরী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। হারানো ছেলেকে পেয়ে আনন্দে ভাসছেন মা-বাবা।

জানা যায়,গত ১২ ডিসেম্বর নিখোঁজ হয়। বায়েজীদের বাবা মো. বেলায়েত হোসেন মধুপুর সার্কেলের এএসপি মো. কামরান হোসেনকে জানালে তিনি শিশুটিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এএসপি মো. কামরান হোসেন দেশের বিভিন্ন থানায় ম্যাসেস পাঠান। এরই সূত্র ধরে গত মঙ্গলবার টঙ্গী এয়ারপোর্ট থানা পুলিশের মাধ্যমে ওই এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। শিশুর বাবা মো. বেলায়েত হোসেন জানান, কাউকে কিছু না বলে নিখোঁজ হয় বায়জীদ। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেলে থানায় জিডি করলে এএসপি স্যারের মাধ্যমে হারানো ছেলেকে খুঁজে পেয়েছেন।

এএসপি মো.কামরান হোসেন জানান, বাড়ী থেকে পালিয়ে গিয়ে ঢাকার একটি হোটেলে কাজ করতেছিল বায়জীদ। চার মাস পর এয়ারপোর্ট থানা পুলিশের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে।