ঘাটাইলে কৃষক হত্যা দিবস পালিত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৬ পিএম, বুধবার, ১৫ মার্চ ২০২৩ | ১৮৩

টাঙ্গাইলের ঘাটাইলে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে কৃষক লীগের পক্ষ থেকে ঘাটাইলে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত কৃষক শহীদ আতিকের কবরে পুষ্পস্তবক অর্পন ও দোয়ার আয়োজন করা হয়। শেষে উপজেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা কৃষক লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক এডভোকেট শামস উদ্দিন সহ সভাপতি মো. মনির উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সেতারুজ্জামান রিপন, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু হানিফ। 

ঘাটাইল উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম চোধুরী দুলাল এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঘাটাইল উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক এস এম শোয়েব রানা, দিগলকান্দি ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক রফিক সরোয়ার উপজেলা কৃষকলীগের সদস্য এস. এম.আনিছুর রহমান, দেউলাবাড়ী ইউনিয়ন কৃষকলীগর সভাপতি মো. আ. বারেক,সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. আ. বাছেদ মিয়া, সন্ধানপুর ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়কসহ জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের ১৯৯৫ সালের ১৫ মার্চ সার কিনতে গেলে সারাদেশে নির্মমভাবে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। এদিন ঘাটাইলের কৃষক আতিক পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন। জোট সরকার সার দাবির জন্য মানুষ মারলেও আওয়ামীলীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষি পণ্যের উপর নানা ভর্তুকি দিয়ে যাচ্ছে, যার ফলে দেশ আজ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে ১৫ মার্চ। তৎকালীন বিএনপি- জামায়াত জোট সরকারের আমলের সার কেলেঙ্কারির ঘটনায় একযোগে সারাদেশে আন্দোলন গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় সারাদেশের মতো টাঙ্গাইলের ঘাটাইলেও ব্যাপক আন্দোলন শুরু হয়। এদিন কলেজ থেকে ফেরার পথে ঘাটাইলের রাজপথের প্রথম সারিতে থেকে কৃষকদের পক্ষে আন্দোলন ও সংগ্রাম করতে এসে কলেজ পড়ুয়া ছাত্র আতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন।  আতিক নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা না নেয়ায় হাজার হাজার জনতা সেদিন রাস্তায় নেমে আসে। সেসময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী (বর্তমান প্রধানমন্ত্রী) শেখ হাসিনা নিজেও ঘাটাইলে এসে জনসভা করেন। জনসভায় নিহত আতিকের পরিবারের খোঁজ খবর নেন এবং আতিকের পরিবারের দেখাশোনার প্রতিশ্রুতি দেন।