ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, রোববার, ৪ জানুয়ারী ২০২৬ | ১৪১

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের সাথে এক মোটর সাইকেলের সংর্ঘষে এক নারী মৃত্যু হয়েছে ও মোটর সাইকেল চালক আহত হয়েছে।

রবিবার বেলা দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের দয়ারামবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন চাড়াভাঙা ব্রীজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নারী নাছিমা আক্তার (২০) বান্দরবান জেলার আলী কদম থানার ২ নং আলিমুদ্দিন পাড়া ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর মেয়ে। আহত মোটরসাইকেল চালক জাকিরুল ইসলাম (২৭) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের শুকুর আলীর ছেলে।

নিহত নাছিমা আহত মোটর সাইকেল চালক জাকিরুলের শ্যালিকা।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, ঢাকা থেকে রাজিব পরিবহনের একটি যাত্রীবাহি বাস জামালপুরের দিকে যাচ্ছিলো ধনবাড়ীর ধোপাখালীর দয়ারামবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন চাড়া ভাঙা ব্রীজে পৌঁছলে অরদিক থেকে মধুপুরগামী একটি মোটর সাইকেলের সামনাসামনি সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের পিছনে থাকা এক নারী আরোহীর মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলের চালক গুরুত্বর আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত মোটরসাইকেল চালকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনা ঘটনার সাথে সাথেই বাসটি দ্রুত চলে যায়।