কালিহাতীতে বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০১ এএম, রোববার, ১৪ এপ্রিল ২০১৯ | ৫৮৮

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি ¯œানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুস্ক করি দাও আসি, এসো হে বৈশাখ, এসো এসো...সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে বাংলা নববর্ষ ১৪২৬ বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রাটি কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বর্ষবরণ উদ্যাপন কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আনছার আলী বি.কম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী পৌর মেয়র আলী আকবর, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

মঙ্গল শোভাযাত্রা শেষে দিনব্যাপী কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পান্তা উৎসব,লোকজ সঙ্গীত, খেলাধুলা, বৈশাখী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।