ঘাটাইলে গণপিটুনীতে গরু চোর নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০৪:৫৮ এএম, রোববার, ১৪ এপ্রিল ২০১৯ | ৬৪৮

ঘাটাইলে গণপিটুনীতে এক গরু চোর নিহত হয়েছে। 

রোববার উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুল আলম জানান, দিবাগত রাত তিনটার দিকে গরু চোরের দল উপজেলার দেউলাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে হানা দেয়। গোয়াল ঘর থেকে গরু চোররা গরু নিয়ে যাওয়ার সময় টের পেয়ে বাড়ির লোকজন ডাক চিৎকার দেয়। এসময় গ্রামবাসী এগিয়ে এসে চোরের দলকে ধাওয়া দেয়। তারা এক গরু চোরকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ধাওয়া খেয়ে চোরের দলের অপর সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। নিহত গরু চোরের পরিচয় জানা যায়নি বলেও তিনি জানান।

পুলিশ সকালে নিহত গরু চোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।