রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন ছানোয়ার হোসেন এমপি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ০১:৩৪ পিএম, শুক্রবার, ১২ এপ্রিল ২০১৯ | ১১৪৫

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে নগরজালফৈ বিসিক রোড হয়ে সুইচ গেট হয়ে নদীর পাড় পর্যন্ত ১০০০ মিটার রাস্তার এইচবিবি করণ রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজুর রহমান, টাঙ্গাইল জেলা স্বেচ্ছা সেবক লীগের সহ- সভাপতি আনোয়ার সাদৎ তানাকা, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের প্রচার সম্পাদক কাজী শফিকুল মওলা দোয়েল,টাঙ্গাইল শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক শিবলী খন্দকার,করটিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মাজেদুর রহমান নাঈম,সাধারণ সম্পাদক আলমগীর শিকদার প্রমুখ।