কালিহাতীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৬ পিএম, শনিবার, ৬ অক্টোবর ২০১৮ | ৫৯৯

“ উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৬ অক্টোবর) বিকেল ৪ টায় “ শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এই আলোচ্য বিষয় নিয়ে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, উপজেলা আওয়ামীলীগের সাধানর সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু প্রমূখ। শেষে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।