নাগরপুরে জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, শনিবার, ৬ অক্টোবর ২০১৮ | ৪৫৪

টাঙ্গাইলের নাগরপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষনা করা হয়েছে।

সমাপনী দিনে উপজেলা প্রশাসন এ উপলক্ষে আালোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শনিবার বিকালে উপজেলা চত্বরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ খন্দকার আবদুল বাতেন।

এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা, নব নির্বাচিত মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মেহের আলী খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন, তেবারিয়া কামিল মাদ্রাসার সুপার মাও. মো. আব্দুল মালেক প্রমুখ।

সমাপণী অনুষ্টানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।