সখীপুরে ডায়াবেটিক সমিতির উদ্বোধন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩২ পিএম, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ | ৪৬৪

সখীপুরে ডায়াবেটিক সমিতির উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ সমিতির কার্যক্রম উদ্বোধন করা হয়।

পুলিশের  সাবেক এডিশনাল আইজিপি মো. আমির উদ্দিন পিপিএম প্রধান অতিথি হিসিবে এ সমিতির উদ্বোধন করেন।

সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, সমিতির সাধারণ সম্পাদক মো. মেছের উদ্দিন মিয়া, সখীপুর প্রেসক্লাব’র সভাপতি শাকিল আনোয়ার, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুসহ সমিতির প্রায় তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।