সাড়ে তিন মাসেও মুল আসামী ধরাছোয়ার বাইরে

মির্জাপুর (টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | ৮০৬

মির্জাপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে আশরাফ মোল্লা নিহতের ঘটনায় সাড়ে তিন মাস অতিবাহিত হলেও মুল আসামী এখনো পুলিশের ধরাছোয়ার বাইরে রয়েছে বলে নিহতের স্ত্রী মর্জিনা বেগম অভিযোগ করেছেন। শনিবার সকালে মির্জাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদী মর্জিনা বেগম বলেন, তার স্বামী আশরাফ মোল্লা নিহতের পর থানায় মামলা করা নিয়ে পুলিশের রহস্যজনক ভুমিকা শুরু হয়। সেই রহস্য এখনো অব্যাহত রয়েছে। তিনি বলেন তার স্বামী আশরাফ মোল্লাকে যারা হত্যা করেছে তাদের নামে মামলা করে উল্টো আরো হুমকির মধ্যে পরেছেন তিনি এবং তার অবুঝ দুই সন্তান মিজান (১৫ ) এবং মেয়ে ফাতেমা (১২ )। পুলিশ লোক দেখানো দুইজন আসামী গ্রেফতার করলেও তারা জামিনে এসে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে, অন্যথায় আশরাফ মোল্লার মতই পরিবারের অন্যদের হত্যা করা হবে বলে মর্জিনা বেগম তার বক্তব্যে বলেন। তিনি আশরাফ মোল্লার ময়নাতদন্তের রিপোর্ট প্রত্যাখান করে পুনরায় ময়নাতদন্তের আবেদন জানান। মর্জিনা বেগম তার স্বামী হত্যার বিচার এবং পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেললনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামুর্কী ইউপি সদস্য আব্দুল কাদের, নিহত আশরাফ মোল্লার ছেলে মিজান, মেয়ে ফাতেমা, প্রতিবেশি নাছির উদ্দিন, নাজির হোসেন প্রমুখ।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক বলেন মামলাটি তদন্তাধীন রয়েছে। নিহতের মেডিকেল রিপোর্ট নিয়ে কিছুটা দিধাদ্বন্দ রয়েছে। জামিনে আসা আসামীরা মামলার বাদি এবং তার পরিবারকে ভয় ভীতি হুমকি প্রদর্শনের কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নয়া হবে বলে তিনি উল্লেখ করেন।