আসুন দেশটিকে পরিষ্কার করি


চারপাশে ময়লা নাই,এমন একটা দেশ চাই !দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৮ এই প্রতিপাদ্যকে সামনে রেখে “পরিবর্তন চাই” বাংলাদেশ এর উদ্যোগে ১৫ সেপ্টেম্বর শনিবার সারাদেশে ৪র্থ বারের মত পালিত হয়েছে "দেশটাকে পরিষ্কার করি দিবস"।
চকরিয়া আবাসিক মহিলা কলেজের প্রভাষক জুবাইর শুভ উদ্বোধনের মাধ্যমে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের ন্যায় চকরিয়া শহরের (শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনাল থেকে পুরাতন বাসস্টেশন পর্যন্ত) গুরুত্বপূর্ণ এলাকায় অায়োজন করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভিযান। অভিযানের লক্ষ্য ছিল আশেপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা সংগ্রহ করে নিকটস্থ ডাস্টবিনে ফেলা এবং সবাইকে সচেতন করা কেউ যেন খোলা স্থানে ময়লা আবর্জনা না ফেলে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একটি সুন্দর দেশ উপহার দিতে পারি।
এই অভিযানে এইচ এম রুহুল কাদেরের নেতৃত্বে চকরিয়া পেকুয়ার সামাজিক সংগঠনের সেচ্ছাসেবকবৃন্দ, ছাত্রছাত্রী, পেশাজীবী, অন্বেষণ ব্লাড ডোনার'স সোসাইটি , সাংবাদিক, টিআইবি সহ অনেকে অংশগ্রহণ করেন। জিয়া এর শপথ পাঠের মাধ্যমে দেশটাকে পরিষ্কার করি অভিযান সমাপ্তি হয়।