ভুঞাপুরে ব্রাক এনজিও অফিসে পতাকা অর্ধনমিত!


বেসরকারি সংস্থা ব্রাক এনজিও টাঙ্গাইলের ভ‚ঞাপুর শাখা অফিসে বিজয় দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলণ করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গত শুক্রবার ব্রাক কার্যালয়ে গিয়ে পতাকা অর্ধনমিত দেখা গেছে।
জানা গেছে, বেসরকারি সংস্থা ব্রাক এনজিওর ভ‚ঞাপুর শাখা অফিসে গত বৃহস্পতিবার জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলণ করা হয়। অফিস ছুটি হওয়ায় উত্তোলণ করা পতাকা শুক্রবার রাত পর্যন্ত অর্ধনমিত অবস্থায় থাকে।
পরে সরেজমিনে সাংবাদিকরা ব্রাক ভ‚ঞাপুর শাখায় গিয়ে পতাকা অর্ধনমিত দেখে ব্রাকের উর্ধ্বতন কর্মকর্তার কাছে জানতে চাইলে ভুল স্বীকার করে রাতেই উত্তোলণকৃত পতাকা নামানো হয়। পতাকাকে অসম্মান করে উত্তোলণ করার ঘটনায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, এনজিওটির কর্মকর্তাদের গাফিলতির কারনে জাতীয় পতাকাকে অসম্মান করে অর্ধনমিত করে উত্তোলণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতেও পতাকা ওই অবস্থায়তেই ছিল।
এবিষয়ে ভ‚ঞাপুর ব্রাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক বেলাল আহম্মেদ জানান, বিজয় দিবসের দুদিন আগে বৃহস্পতিবার অফিস বন্ধ হয়ে যায়।
এসময় অফিসের পিয়ন পতাকা নামায়নি। এছাড়া যে খুটিতে পতাকা উত্তোলণ করা হয়েছে তাতে পর্যাপ্ত দড়ি ছিল না। ফলে পতাকা অর্ধনমিত ছিল শুক্রবার রাত পর্যন্ত। ব্রাকের উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ পেয়েই শুক্রবার রাতেই পতাকা নামানো হয়েছে।