স্মৃতিসৌধে শহীদদের প্রতি তুরস্কের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম। মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন ও ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম স্মৃতিসৌধে প্রায় ২৩ মিনিট ছিলেন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়।
পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইতে সই করেন এবং একটি ‘পারিজাত’ গাছের চারা রোপণ করেন।
তার আগমনকে ঘিরে স্মৃতিসৌধ এলাকায় নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।