মমতা ব্যানার্জির বিরুদ্ধে চার মামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২১ এএম, রোববার, ৫ আগস্ট ২০১৮ | ৫৩৯
নাগরিকপঞ্জি নিয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আসামে আরো দুটি মামলা করা হয়েছে। এ নিয়ে মোট চারটি মামলা হল তৃণমূল এই নেত্রীর নামে। এই দুটি অভিযোগ আসামের গুয়াহাটি ও শিলচরে করা হয়েছে৷
 
শনিবার অসম পুলিশের এক সিনিয়র আধিকারিক এই খবর জানিয়েছেন। তিনি বলেন ধর্মীয় অশান্তি ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে এই অভিযোগ করা হয়।
 
শুক্রবার রাতে প্রথম অভিযোগ করা হয় গুয়াহাটির গীতানগর পুলিশ স্টেশনে৷শনিবার করা হয় দ্বিতীয় অভিযোগটি৷ এক মহিলা পুলিশ উধরবন্দ থানায় তৃণমূলের আট প্রতিনিধি দলের বিরুদ্ধে অভিযোগটি করেন৷ 
 
এর আগে নয়াদিল্লিতে ক্যাথলিক বিশপদের একটি আলোচনায় মমতা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাগরিকপঞ্জি তৈরি করা হয়েছে। মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বিজেপি। এটা আমরা চলতে দিতে পারি না।  এর ফলে দেশজুড়ে গৃহযুদ্ধ লাগতে পারে। বইতে পারে রক্তগঙ্গা। 
 
আসামের চূড়ান্ত খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৪০ লাখ ৭ হাজার ৭০৮ জনের নাম। এদের বেশিরভাগই বাংলাভাষী মুসলমান বলে মনে করা হচ্ছে। যদিও এ নিয়ে নির্দিষ্ট তথ্য এখনও দেয়া হয়নি। এছাড়া বাদ পড়েছে অনেক বাঙালী হিন্দুর নামও।
 
তবে ভারত সরকার বলছে, যাদের নাম বাদ পড়ছে, তাদের চিন্তার কারণ নেই। একমাসের মধ্যে তথ্য নথিসহ আবারও দাবি পেশ করা যাবে। আর যাদের নাম বাদ পড়েছে, তাদের এখনই অবৈধ বিদেশি বলে চিহ্নিতও করা হবে না বা বন্দী শিবিরে পাঠানো হবে না।