বিএনপি জামাত দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্রে লিপ্ত- তারানা হালিম

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮ | ৪৮৭

বিএনপি জামাত দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন, তথ্য প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিম এমপি। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মত বিনিমিয়কালে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, যখন বিপদ আসে, নেত্রী চক্রান্তের শিকার হন তখন দেশের মানুষ জীবন দেয়ার জন্য এগিয়ে আসেন। কাজেই আগামী নির্বাচনে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। যদি আগামী নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন নেত্রীকে উপহার দেয়া না যায় তাহলে বিএনপি জামায়াত মাথাচাড়া দিয়ে উঠবে। মানুষ পুড়িয়ে হত্যা করবে। অগ্নী সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটবে।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন, মো. মতিয়ার রহমান মতি, মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।