বগুড়ায় ফেসবুকে ঘোষনা দিয়ে ছাত্রের অাত্মহত্যা


বগুড়ায় ফেসবুকে মৃত্যুর ১৮ ঘন্টা পূর্বে আগাম ঘোষনা দিয়ে আত্মহত্যা করেছে বগুড় আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র রায়ান রাব্বী তাসিন।
ভালবাসা দিবসে প্রেমিকার অবহেলা এবং পারিবারিক কোন্দলের কারনে শহরের শিববাটী এলাকার ব্যবসায়ী জুয়েলের পুত্র রায়ান রাব্বী বৃহস্পতিবার দুপুরে স্কুল ভবনের ৪তলা থেকে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে মুমুর্ষ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে অপারেশন করার পর আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।
সন্ধ্যা সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রায়ান রাব্বী তাসিন তার ফেসবুক এ্যাকাউন্ট (Raihan Rabbi Tasin) এ সে গত ক’দিন থেকেই আগাম স্ট্যাটাস দিয়ে আসছে। তাতে কখনও লেখা ছিল সৃষ্টিকর্তাকে ধন্যবাদ অনেক দুঃখ কষ্ট দেয়ার জন্য। সবাইকে বিদায় ইত্যাদি। এরপর সে একটি স্ট্যাটাস দেয় “আজ মোর হৃদয়ের শেষ যাতনার যাপন।
আজ মোর নয়নের শেষ নীড় ফেরার আপ্যায়ন। আজ মোর অন্তরে শেষ গর্জনের আয়োজন। ” মৃত্যুর ১৮ ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছে। তাতে সে লিখেছে পরিবারের জন্য একটা বোঝা কমতে যাচ্ছে। ফলে সাশ্রয় হবে প্রচুর অর্থ, সমস্যা কমবে সম্পত্তি নিয়ে।
খালদি হাসান/এইচএইচ