নন্দীগ্রামে সততা ব্লাড ডোনার ক্লাবে বিনামূল্যে রক্তদান অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৮ পিএম, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮ | ৫০০

বগুড়ার নন্দীগ্রামে এক দল তরুনের সমন্নয়ে গঠিত সততা ব্লাড ডোনার ক্লাবে বিনামূল্যে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টায় ফাতেমা ক্লিনিকে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সততা ব্লাড ডোনার ক্লাবের পরিচালক, শিপলি রহমান শুভ। এসময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, মো: আব্দুল কুদ্দুস, কামরুল হাসান, সেলিম রেজা, শফিক আহম্মেদ, মো: আল-আমিন, রেজুয়ান, রুহুল আমিন, সাব্বির প্রমূখ।

সততা ব্লাড ডোনার ক্লাবের সদস্য আব্দুল কুদ্দুস জানান, গত দুই মাস আগে গরীব অসহায় মানুষদের বিনামূল্যে রক্ত প্রদানের জন্য এই সততা ব্লাড ডোনার ক্লাব গঠন করা হয়। বর্তমানে এই ক্লাবের ১২০ জন সদস্য রয়েছে।

ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে গত দুই মাসে ৩৫ জন দুস্থ অসহায় মানুষের মাঝে বিভিন্ন গ্রুপের রক্ত বিনামূল্যে প্রদান করা হয়েছে। সবার সহযোগিতা পেলে এই সততা ব্লাড ডোনার ক্লাবকে ভবিষ্যতে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন তিনি।

 

মোঃ মাসুদ রানা/এইচএইচ