কালিহাতীতে জামায়াতের ৭ মহিলা কর্মীসহ ১০ জন গ্রেফতার

স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ৪৮৩

টাঙ্গাইলের কালিহাতী থেকে জামায়াতের ৭ মহিলা সদস্যসহ ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সাকরাইল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই উদ্ধার করা হয়।

কালিহাতী থানার ওসি হাসাল আল মামুন রবিবার সন্ধ্যায় বলেন, জামায়াতে ১০ জন সক্রিয় সদস্য উপজেলায় সাকরাইলে আনোয়ার মাস্টারের বাড়ীতে গোপন বৈঠক করছিলেন। এই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন সাকরাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, তার স্ত্রী জামায়াতে উপজেলা মহিলা কমিটি সাধারণ সম্পাদক আয়নুন্নাহার বেগম, সভাপতি রতœা বেগম, সক্রিয় সদস্য লাকী বেগম, হাফিজা বেগম, হাওয়া বেগম, লিপি বেগম, রাবেয়া খাতুন, সৈকত ও ফরহাদ আলী।

ওসি আরো বলেন, আটককৃতদের নিকট থেকে জিহাদী বই ও জামায়াতে বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলছে।