শিবগঞ্জে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

খালিদ হাসান, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬ পিএম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ | ৪৩৮
বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় ১০০ বোতল ফেন্সিডিল সহ আইনুল হক (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টার দিকে মোকামতলা পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে অাটক করা হয়।
 
জানা যায়, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমানের নেতৃত্বে এসআই হাফিজসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে উক্ত পরিমান ফেন্সিডিলসহ ঐ মাদক ব্যবসায়ীকে অাটক করা হয়।
 
গ্রেফতারকৃত আইনুল ময়মনসিংহ কোতায়ালি থানার আকোয়া মোড়লবাড়ি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে বলে জানা গেছে।
 
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমান বলেন, এ এলাকায় পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের করা হয়েছে।