কানাডার দুই ছুরি হামলাকারীর মধ্যে একজনকে মৃত পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ পিএম, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ | ৩৮৯
কানাডার পুলিশ বলেছে, সাসকাচোয়ানে রবিবারের গণ ছুরিকাঘাতের দুই সন্দেহভাজনের মধ্যে একজনকে মৃত পাওয়া গেছে।

৩১ বছর বয়সী ড্যামিয়েন স্যান্ডারসনের মৃতদেহ জেমস স্মিথ ক্রি নেশনে পাওয়া গেছে। ওই এলাকায় কয়েকজন তাদের হত্যাযজ্ঞের শিকার হয়েছিল। সন্দেহভাজনরা দুই ভাই।

পুলিশ বলছে, মাইলস স্যান্ডারসন এখনও পলাতক এবং তিনি রেজিনা শহরে আছেন বলে ধারণা করা হচ্ছে।

রবিবার কানাডার সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সবচেয়ে ভয়াবহ ওই সহিংসতা ঘটে। এতে ১০ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

ছুরি হামলাগুলো ঘটে সাসকাচোয়ান প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে। এতে আরো ১৮ জন আহত হয়েছে।

প্রদেশের রাজধানী শহর রেজিনায় সন্দেহভাজনদের শেষ দেখা গিয়েছিল। সেখানকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে চলছে শোকের মাতম। স্থানীয় মানুষজন রয়েছে উদ্বেগের মধ্যে।  
সূত্র: বিবিসি