টাঙ্গাইলে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১ | ৪১৪

টাঙ্গাইলে ৩দিন ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২১ এর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১১ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় এর আয়োজনে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ববধায়ক সাদিকুর রহমান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ নরুল আমিন মিঞা,টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহবুদ্দিন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক লুৎফর কিবরিয়া প্রমুখ। 

জেলায় ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৬ মাস থেকে ১১মাস বয়সী ৬৫,৩৫০ শিশুকে ১টি করে নীল রঙের (১লক্ষ আই,ইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২মাস থেকে ৫৯মাস বয়সী (১-৫বছর) ৪,৭২,৯৬০জন শিশুকে ১টি করে লাল রঙের (২লক্ষ আই,ইউ) ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।