টাঙ্গাইলে ৪ দিনব্যাপী দাবালীগ শুরু


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে টাঙ্গাইলে দাবালীগ শুরু হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, আটলান্টা স্টিল এ্যান্ড টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাহারুল ইসলাম তালুকদার মিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশন কার্যনির্বাহী পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের সভাপতি কাজী জাকেরুল মওলা।
দাবালীগে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার ২০টি দল অংশ গ্রহণ করে। আগামী ১৪ ডিসেম্বর দাবালীগ শেষ হবে। দাবালীগের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ ও বাংলাদেশ দাবা ফেডারেশন।