মির্জাপুরে ফের ২ করোনা রোগী শনাক্ত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০২ পিএম, মঙ্গলবার, ৫ মে ২০২০ | ৪৫২

টাঙ্গাইলের মির্জাপুরে ফের দু’জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে মঙ্গলবার (০৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

আক্রান্তরা হলেন, উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামের ব্যক্তি (২৯) ও আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের ব্যক্তি (৪২)।

মহেড়া ইউনিয়নের আক্রান্ত ব্যক্তি ইউনিয়নের গবড়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত ছিলেন এবং আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের আক্রান্ত ব্যক্তি ঢাকা ফেরত দিনমজুর শ্রমিক বলে জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, গত ৩ তারিখ মির্জাপুর উপজেলা থেকে মোট ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় গত ৪ মে তারিখে। ১দিন পর আজ মঙ্গলবার সকালে ১৪ জনের মধ্য থেকে ২ জনের রিপোর্টে করোনা পজিটিভ আসে।

এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১ জন ও মৃত্যু হয়েছে ১ জনের। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ১ জন এবং নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে পরামর্শ চলছে বলে জানায় স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র।