নাটোরে পত্রিকার হকারদের মাঝে ত্রাণ সামগ্রীর বিতরণ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৫ পিএম, মঙ্গলবার, ৫ মে ২০২০ | ৩৯৯

নাটোরে করোনা ভাইরাসে কর্মহীন হত-দরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে নিজেস্ব অর্থায়ানে পত্রিকার হকার, রং মিস্ত্রিরি ও কাঠ মিস্ত্রিরিদের দুইশ’ শত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আওয়ামীলীগ নেতা সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশে কাঠ মিস্ত্রিরি ও শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে রং মিস্ত্রিরি এবং সঙ্কর গোবিন্দ্র স্টেডিয়ামে হকারদের মাঝে এসব খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ সভাপতি মাইনুল হোক, পৌর আওয়ামীলীগ সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, বাবুল আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পাঁচ কেজি চাল, হাফ কেজি ডাল, এক কেজি আলু এবং হাফ লিটার সোয়াবিন তেল।