নাগরপুরে দলিল লেখক সমিতির প্রস্তুতি সভা

 নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, সোমবার, ১৫ নভেম্বর ২০২১ | ৪৮১

টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির সম্মেলন উপলক্ষে নাগরপুর উপজেলা দলিল লেখক সমিতি কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা  সাব- রেজিস্ট্রার  অফিসের দলিল লেখক সমিতির উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। নাগরপুর উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মো. আতোয়ার রহমানের পরিচলনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইমান আলী, যুগ্ন সাধারন সম্পাদক বাংলাদেশ দলিল লেখক ও সাধারন সম্পাদক টাঙ্গাইল জেলা দলিল লেখক সমিতির মো. হুমায়ন রশিদ আকন্দ সোনা, দেলদুয়ার দলিল লেখক সমিতির সভাপতি মো. জহিরুল ইসলাম, মধুপুর  দলিল লেখক সমিতির সভাপতি মো. মোকলেছুর রহমান, গোপালপুর দলিল লেখক সমিতির সভাপতি মো. বেল্লাল হোসেন, কালিহাতী  দলিল লেখক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম সরকার, ধনবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, ধনবাড়ী দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মুহাম্মদ শামীম,  দেলদুয়ার দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মো. মোশারফ হোসে মোর্শেদ, মধুপুর  দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মীর এনামুল হক পারভেজ।

এ সময় উপজেলার সকল দলিল লেখকের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।