কালিহাতীতে অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ছাই

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০১:৫০ পিএম, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ | ৪৪১

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় একটি দোকানে এ আগুনের সূত্রপাত ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিহাতী ও টাঙ্গাইলের ২টি ইউনিট আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে বাজারের একটি টিভি মেকানিক্যালের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। পরে আগুন পাশের একটি হার্ডওয়্যার ও একটি ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যালের দোকানে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধাঘন্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিহাতী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়।