জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে
নাগরপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ব্যপক আয়োজন


তথ্য প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিমের দিকনির্দেশনায় ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন জয়ের সার্বিক ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, গরীব দুখিদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরনের আয়োজন করেন।
উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন জয়ের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী অ্যাড. তারানা হালিমের জন্ম ভূমি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া তে-রাস্তা কফি হাউজের পাশে বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোকছেদুর রহমান রিপনের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন জয়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফুটবলার, আওয়ামী লীগ নেতা শিল্পপতি মো. খুরশিদ আলম বাবুল।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সকলের রূহের মাগফিরাত কামনা এবং মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তার পরিবারসহ সকল আত্নীয়স্বজনের দীর্ঘায়ু এবং সু-স্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন, ধুবড়িয়া তে-রাস্তা মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনায় বুধবার বিকেল থেকে সপ্তাহ ব্যপী গরীব দুখিদের মাঝে কাপড় বিতরণের আয়োজন করা হয়।