কালিহাতীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০১:০৬ পিএম, বুধবার, ১২ আগস্ট ২০২০ | ৫৬৬

“বৈশ্বিক কর্মে যুবশক্তি” প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ টি যুব সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছালেক খোকন।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া সহ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।