টাঙ্গাইল বিসিকে ৫ দিন ব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

স্টার্ফ রিপেটার
প্রকাশিত: ০৪:৫২ পিএম, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ | ৪৭৮

টাঙ্গাইলের  বিসিকের   ৫ দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের  সমাপনী, সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে  । 

বৃহস্পতিবার  (১৬ সেপ্টেম্বর)  বিকালে  বিসিকের জেলা  কার্যলয়ে দক্ষতা  উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়  । 

বাংলাদেশে ১৯৭২ সালে বিসিকের কার্যক্রম শুরু হয় । ২০১৭ সাল থেকে  তারটিয়া  বিসিকের নিজস্ব জায়গায় পরিবর্তন করা হয় । টাঙ্গাইলে মোট ৮ বিভাগে ২৭১টি কোর্স এ পর্যন্ত করানো হয়েছে । মোট প্রশিক্ষনার্থীর সংখ্যা ৪,৭৮১ জন। মোট উদ্যোক্তা হয়েছে  ২,৭৭৪ জন । 

টাঙ্গাইল বিসিকের সহকারী মহাব্যস্থাপক শাহনাজ বেগম এর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন জেলা বিসিকের প্রমোশন কর্মকর্তা আছাদুজ্জামান আল ফারুক , সহকারী প্রকৌশলী জসিমউদ্দিন ,সম্প্রসারন কর্মকর্ত তহিদুল হক,প্রমোশন কর্মকর্তা প্রনব দাস , জরীপ ও তথ্য কর্মকর্তা আসমা আক্তার , মাষ্টার টেকনিশিয়াাবদুল্লাহ আল কাফি , সহকারী হিসাব রক্ষনকর্মকর্তা এস এস নজরুল ইসলাম প্রমূখ । 

৫ দিন ব্যাপী  শিল্পোদ্যোক্তা  উন্নয়ন ও প্রশিক্ষণ কোর্সে মোট ২৪ প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠান সঞ্চালনায় করেন সাংবাদিক মো: মাছুদুর রহমান মিলন ।