টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রী খুনের অভিযোগে স্বামী গ্রেফতার


টাঙ্গাইলের দেলদুয়ারে স্বামীর হাতে দীপালী দাস (২৩)নামের এক অন্তঃসত্ত্বা স্ত্রী খুনের অভিযোগ উঠেছে। বুধবার (১৫ সেপ্টেম্বর)রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার এলাসিন ইউনিয়নের নয়াচর গ্রামে। এ ঘটনায় রাতেই নিহতের স্বামী রামু চন্দ্র মনি দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত দিপালী দাস কালিহাতি উপজেলার সালেঙ্গা গ্রামের দুলু চন্দ্র মনি দাসের মেয়ে।
নিহতের বাবা দুলু চন্দ্র মনি দাস জানান, প্রায় ৫ বছর আগে নয়াচর গ্রামের রামু চন্দ্র দাসের সাথে দিপালী দাসের বিয়ে হয়। তাদের ঘরে ৪ বছর বয়সী একটি মেয়ে আছে। বর্তমানে দিপালী দাস ২ মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক কলহের কারণে দিপালী দাসকে তার স্বামী মারপিটের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে জানান তিনি।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের কারণে দিপালী দাসকে তার স্বামী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় নিহতের বাবা দুলু চন্দ্র মনি দাস বাদী হয়ে দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নিহতের স্বামী রামু চন্দ্র মনি দাসকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।