মির্জাপুর পৌর মেয়র সুমনের বাবার ইন্তেকাল

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৫ পিএম, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮ | ৫৩২

মির্জাপুর পৌরসভার মেয়র মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাদৎ হোসেন সুমনের বাবা এবং স্থানী সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের চাচা প্রথম শ্রেণির ঠিকাদার মো. খোয়াজ উদ্দিন মিয়া বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি---------রাজিউন)।

বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাযা শেষে পুষ্টকামুরী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

খোয়াজ উদ্দিনের মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, আওয়ামী লীগ নেতা খান আহমেদ শুভ, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র শহিদুর রহমান সহিদ ও অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক এস এম এরশাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।