মিঠাপুকুরে আদিবাসীদের কারাম উৎসব অনুষ্ঠিত


কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল-এর আওতায় এসএলপিআইডি-২প্রকল্প মিঠাপুকুর উপজেলা বিনোদপুর এডিসিঅফিস এর আয়োজনে রবিবার উপজেলার থানাপাড়া গ্রামে আদিবাসীদের সনাতন ধর্মের অংশ হিসেবে কারাম উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে।
এ সময় উপজেলা দূর্গাপুর ইউনিয়ন আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি বাবলু টপ্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত আদিবাসীদেরকারাম উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আদিবাসী উন্নয়ন সংগঠনের সভাপতি মাষ্টার মোহন লাল কুজুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এসএলপিআইডি-২প্রকল্প মিঠাপুকুর উপজেলা বিনোদপুর এডিসি অফিস এরমাঠকর্মীসরকার হাসঁদা, মার্সেল টুডু, মাধবী টুডু, লিটন সরেনপ্রমুখ।
অনুষ্ঠানে আদিবাসীদের নিজস্ব কৃষ্টিকালচার যৌথ ভাবে টিকিয়ে রাখার লক্ষ্যেকারিতাস বাংলাদেশ এসএলপিআইডি-২ প্রকল্প মিঠাপুকুর উপজেলা বিনোদপুর এডিসি অফিসএর আওতাভূক্ত মোট ১৯ টি নাচের দল অংশগ্রহন করেন।
কারাম উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষেপ্রত্যেক বিজয়ী দলকে পৃথক পৃথক পুরস্কার প্রদান করা হয়। কারাম উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে ১৯ টিআদিবাসী গ্রামের স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ,শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ, অভিভাবকবৃন্দ অংশগ্রহন করেন।