করোনা সংক্রমণ রোধে মাঠে নেমেছে নাগরপুর থানা পুলিশ

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, রোববার, ২১ মার্চ ২০২১ | ৪৮৮
টাংগাইলের নাগরপুরে করোনা ভাইরাস মোকাবেলা ও জনসচেতনতা  তৈরীর লক্ষে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান। 
 
রবিবার উপজেলার নাগরপুর সদর বাজারের বটতলা মোড়ে ওসি আনিসুর রহমানের নেতৃত্বে জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
 
মাস্ক বিতরণের সময়  নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন,  করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছে পুলিশ। কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছেন পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
 
এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
 
করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানার সেকেন্ড অফিসার এসআই ফজলুর,এসআই শাহ্ আলম, এএসআই আমিনুল সহ অন্যান্য পুলিশ সদস্যরা।