সচেতনতায় টাঙ্গাইল কাগমারী পুলিশ ফাঁড়ির উদ্যোগে মাস্ক বিতরণ

র্স্টাফ রিপোটার
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, রোববার, ২১ মার্চ ২০২১ | ৪৫৬
করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারনের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে টাঙ্গাইলের সন্তোষ বাজারে মাস্ক বিতরণ করেছে কাগমারী পুলিশ ফাঁড়ির সদস্যরা। রবিবার সকাল ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোশারফ হোসেন।
 
ইন্সপেক্টর মোশারফ হোসেন জানান, বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সম্মানিত আইজিপি স্যারের নির্দেশে কাগমারী পুলিশ ফাঁড়ি এলাকায় আমরা মাস্ক বিতরণ ও জনসচেতনতা তৈরির জন্য কাজ করে যাচ্ছি। পরবর্তীতে যারা মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
এসময় কাগমারী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মাজেদুল ইসলামসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।