আরো এক সপ্তাহ স্থগিত থাকবে সৌদি ফ্লাইট

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ | ৪৬৮

যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইটের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরো অন্তত এক সপ্তাহের জন্য বাড়িয়েছে সৌদি আরব। স্থগিতাদেশের এই মেয়াদ আরো বাড়তে পারে।  তবে দেশটির কর্তৃপক্ষ ব্যতিক্রমী ক্ষেত্রে ফ্লাইটের অনুমতি দেবে। 

অন্যদিকে বর্তমানে সৌদি আরবে অবস্থানরত বিদেশী নাগরিকদের সে দেশ ত্যাগ করার অনুমতি দেয়া হবে। এছাড়া কার্গো চলাচলে অনুমতি দেয়া হবে।

সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ) আজ সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এয়ারলাইনগুলো সৌদি আরবে থাকা বিদেশী নাগরিকদের নিজ দেশে নিয়ে যেতে পারবে। তবে, অন্য কোনো যাত্রী সৌদি আরবে আনা যাবে না। 

এর আগে, করোনাভাইরাসের নতুন ধরনটির প্রবেশ ঠেকাতে গত ২১ ডিসেম্বর থেকে ঢাকাসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা করে সৌদি আরব।

এখন জিএসিএ বলছে, করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের প্রবেশ ঠেকাতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে সৌদি আরবের নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। সৌদি আরবে থাকা বিদেশী নাগরিকদের তাদের দেশে নিয়ে যেতে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে, তাদের কোনো ক্রু মেম্বার এয়ারক্রাফট ত্যাগ করতে পারবে না এবং যে বিমানন্দরে যাবে, সেখানে নামতে পারবে না।

চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকাকরণ শুরু হয়েছে।  দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৬২ হাজারের বেশি ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।  এ ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ছয় হাজারের বেশি মানুষ।

এদিকে গত ২১ ডিসেম্বরে সৌদি আরবের ঘোষণার পর জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসও।  যার পরিপ্রেক্ষিতে আবারও অনিশ্চয়তার পড়েছেন দেশটিতে যাওয়ার প্রক্রিয়ায় থাকা বাংলাদেশী শ্রমিকরা।