নাগরপুরে পাঠ্য বই বিতরণ উৎসব


“নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙ্গিন” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে পাঠ্য বই বিতরণ উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে পরিষদ মিলনায়তনে কচি-কাঁচা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসমা শহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরীনা চৌধুরী, এমপি পত্নী মমতাজ খন্দকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান মিঞা, প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম প্রমূখ।
প্রধান অতিথি এ সময় উপস্থিত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।