মির্জাপুরে ব্যারিষ্টার সীমান্তকে সংবর্ধনা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৬ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ | ৫৬৮

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যারিষ্টার কোর্স সম্পন্ন করারয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেনের পুত্র তাহরীম হোসেন সীমান্তকে সংবর্ধনা দিয়েছে ইয়ুথ বাংলা ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা।

বুধবার রাতে ইয়ুথ বাংলা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগ এম জেড কোচিং সেন্টারের মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

ইয়ুথ বাংলা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আকিল আহম্মেদ সীমান্তর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম উসমান শিশিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যারিষ্টা তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সোহেল রানা, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সিয়াম, যুগ্ম সম্পাদক ফুয়াদ হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াকিল আহমেদ ও ইয়ুথ বাংলা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক ফারদিন নাফিউল।

০১৭১২৭৩৮৫৩৮