টাঙ্গাইলে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | ১৪০৮

বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

এসময় তিনি বলেন আওয়ামী লীগের প্রাণ হচ্ছে ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদশের সংগঠন হচ্ছে ছাত্রলীগ, বাংলাদেশের জন্মের সাথে ছাত্রলীগের গৌরব উজ্জল ইতিহাস গাথা রয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে নেতৃত্বদানকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য ছাত্রলীগকে মাঠে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বিএনপি জামাত ও তাদের দোসররা যে গভীর ষড়যন্ত্র করতেছে, তাদের সে ষড়যন্ত্র প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে আরো বেশি সংগঠিত হতে হবে ও দলীয় কোন্দল থেকে সবাইকে বিরত থাকতে হবে। বিএনপি জামাতকে দুর্বল ভাবলে ভুল হবে, তারা রাজপথে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেজবুক, টুইটার ও সাইবার ক্রাইমে তারা আওয়ামী লীগের চেয়ে অনেক শক্তিশালী। তাই ছাত্রলীগকে এবিষয়ে আরো সচেতন হতে হবে।

ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের),জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ।

জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম হিমেল,আহবায়ক রনি আহমেদ, শাফিউল আলম মুকুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, মহিলা বিষয়ক সম্পাদক জেবুনেচ্ছা চায়না, শহর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ মিজানুর রহমান লিটন, মহিলা সম্পাদক শাহীন আরা মিষ্টু, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুর রহমান আমিনসহ জেলা ছাত্রলীগ ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।