টাঙ্গাইল সদরে দুইটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- ছানোয়ার হোসেন এমপি


টাঙ্গাইল সদর উপজেলায় দুইটি রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
রবিবার ২১ এপ্রিল সকালে গালা ইউনিয়নে এনায়েতপুর-মাগুরাটা (এনায়েতপুর পালপাড়া মোড়-ভাটচান্দা মাঝি বাড়ি পর্যন্ত ) এবং সদুল্লাহপুর-মাগুরাটা রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাজাহান আনছারী, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী প্রমুখ।