মির্জাপুরে ৬ শতাধিক পরিবারকে শিপলুর খাদ্য ও বস্ত্র সহায়তা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৪ পিএম, শুক্রবার, ২২ মে ২০২০ | ৫১৭

টাঙ্গাইলের মির্জাপুরে পৌর এলাকার প্রায় ৬ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা ও বস্ত্র সামগ্রী উপহার দিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখার সভাপতি মাজহারুল ইসলাম শিপলু।

গত শনিবার থেকে ধাপে ধাপে তিনি মির্জাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে এই খাদ্য সহায়তা ও বস্ত্র সামগ্রী উপহার দেয়া শুরু করেন।

খাদ্য সহায়তা হিসেবে তিনি ৫শ জনকে জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি লবণ, আধা কেজি ডাল, একটি হাত ধোয়ার সাবান ও ১০টি করে প্যারাসিটামল (ঔষধ) এবং ১শ নারী-পুরুষকে কাপড় ও লুঙ্গি উপহার দেন বলে জানা গেছে।

করোনার এই মহামারির সময়ে অর্থ সংকটে থাকা অসহায় মানুষগুলো ঈদের আগে খাদ্য সহায়তা ও বস্ত্র পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাজহারুল ইসলাম শিপলু বলেন, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে আমি আমার সাধ্যমতো নানাভাবে কর্মহীন ও অসহায়দের পাশে থাকার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় এই খাদ্য ও বস্ত্র নিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি মাত্র।