বিপাকে পৌর কর্তৃপক্ষ
মির্জাপুরে আবর্জনা ফেলার নির্ধারিত নেই কোন জায়গা


টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তার ধারে পড়ে থাকা বাসা বাড়ির উচ্ছিষ্ট আবর্জনার দুর্গন্ধে নাজেহাল পৌরবাসীরা। আর এসব আর্বজনা ফেলার নির্ধারিত কোন জায়গা না থাকায় বিপাকে পড়েছে মির্জাপুর পৌরসভা কর্তৃপক্ষ।
সরজমিনে, মির্জাপুর পৌর এলাকার বেশ কয়েকটি স্থানে গিয়ে রাস্তার ধারে ব্যাপক পরিমান আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। বিগত ৪-৫ দিন ধরে এই অবস্থা চলছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মির্জাপুর পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের শহীদ মিনার এলাকায় রাস্তায় ধারে এমন একটি ময়লার স্তুপ দেখিয়ে স্থানীয় ব্যবসায়ী সোহেল বলেন, বিগত কয়েকদিন ধরে এই ময়লাগুলো এখানে পড়ে আছে। যেখান থেকে ভীষণ রকম দুর্গন্ধ বের হচ্ছে। ফলে ওই রাস্তাটি ব্যবহার করা পথচারিদের যেমন সমস্যা হচ্ছে তেমনি তার ব্যবসায়ী প্রতিষ্ঠানেও কমেছে ক্রেতার সমাগম।
স্থানীয় একাধিক বাসিন্দার সাথে কথা হলে তারা বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরেই অত্যন্ত নাজুক। পৌর এলাকার কোথাও কোন ডাস্টবিন না থাকার অভিযোগ করেন অনেকে। প্রথম শ্রেণীতে উন্নীত হওয়া একটি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার এমন হাল মেনে নেয়া যায়না উল্লেখ করে এর স্থায়ী সমাধান চান পৌর এলাকার সচেতন মহল।
এ বিষয়ে মির্জাপুর পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র চন্দনা দে জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে আবর্জনা গুলো নিয়ে তারাও বিপাকের মধ্যে পড়েছেন। আবর্জনা ফেলার নির্ধারিত কোন জায়গা না থাকায় সাময়িকভাবে যেসব জায়গায় ময়লাগুলো ফেলা হতো সেইসব জায়গা এখন পানির নিচে। তবে স্থায়ী না হলে দ্রুতই এ সমস্যার সাময়িক সমাধান করা হবে বলে তিনি জানান।