টাঙ্গাইলে একদিনের নতুন রেকর্ড


টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে রোগীর সংখ্যা। গত ৮ মার্চ টাঙ্গাইলে প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয়। সেদিন থেকে ২৪ জুলাই পর্যন্ত টাঙ্গাইল ১৪১ দিন অতিবাহিত করেছে। আর এই সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা ১৩৪৮ হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে সদর ৪৩৩, মির্জাপুর ৩৫৬, মধুপুর ৯৫, কালিহাতী ৬৭, দেলদুয়ার ৬৩, সখিপুর ৬১, ভূঞাপুর ৫৪, গোপালপুর ৫৩, ঘাটাইল ৫১, নাগরপুর ৪৯, ধনবাড়ী ৩৭ এবং বাসাইল উপজেলায় ২৯ জন আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩৮ জন। যার মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯১, নাগরপুরে ৩৭, দেলদুয়ারে ৩১, সখিপুরে ২৩, মির্জাপুরে ২৬১, বাসাইলে ১৪, কালিহাতীতে ৩৮, ঘাটাইলে ২৭, মধুপুরে ৯৫, ভূঞাপুরে ৫৪, গোপালপুরে ৩২, ধনবাড়ি ২৬ জন।
এছাড়া করোনায় টাঙ্গাইলে ২২ ব্যক্তি মারা গেছেন। মৃতদের মধ্যে টাঙ্গাইল সদরে ৬ জন, নাগরপুর ১, দেলদুয়ারে ১, সখিপুরে ১, মির্জাপুরে ৬, বাসাইলে ১, ঘাটাইলে ২, মধুপুরে ১, ভূঞাপুরে ১ ও ধনবাড়িতে ২ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।