নাগরপুরে শিক্ষা কর্মকর্তার বিদায়

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫২ পিএম, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ | ৩৯৩

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের বিদায় সংবর্ধনা দিয়েছে নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা সহকারি সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, ছামিনা বেগম শিপ্রা, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো.ফরহাদ আলী, আসাদুজ্জামান চৌধুরি, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এহসানুল কবীর মুকুল, সাধারন সম্পাদক মো.হারুন অর রশিদ প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আক্তার সহ উপজেলার ১১জন প্রাথমিক শিক্ষক তাদের চাকুরী থেকে অবসর গ্রহন করায় তাদের এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।