টাঙ্গাইলে ৩৫ জন করোনায় আক্রান্ত

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ১১:২৭ এএম, সোমবার, ১৯ এপ্রিল ২০২১ | ৩৯৯

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ১৬৯ জনের নমুনা পরীক্ষায় ৩৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৫ জন, সখীপুরে চারজন, দেলদুয়ারে তিনজন, বাসাইল, মধুপুর ও ভুঞাপুরে একজন করে রয়েছেন।

এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪৫৩১জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭০জন। আরোগ্য লাভ করেছেন ৩৯২৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯৪ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪৭০০ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।