মির্জাপুরে চোখে পড়ছেনা ভোটারের উপস্থিতি
 
												 
																			মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে নয়টা পর্যন্ত ৭০ টি ভোট পড়লেও কেন্দ্র ছিল ফাঁকা। অলস সময় পার করছে নির্বাচনী কাজে দায়িত্বরত অধিকাংশ কর্মকর্তা।
 
                         
 
             
            