বেনাপোলে ফেনসিডিল সহ আটক-১
 
												 
																			যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মসজিদবাড়ি থেকে বুধবার গভীর রাত্রে ৫৫ বোতল ফেনসিডিল সহ আরিফ (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবির।
আটক আরিফ বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের আব্দুল্লাহর ছেলে।
২১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আরিফকে মসজিদ বাড়ি চেকপোস্ট থেকে আটক করা হয়।
এসময় তার কাছে থাকা একটি বস্থা থেকে ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ফেনসিডিল ব্যবসায়িকে মাদকদ্রব্য মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সপোর্দ করা হয়েছে।
 
                         
 
             
            