বেনাপোলে স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

মোঃ সাগর হোসেন,(যশোর) জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৮ এএম, বুধবার, ২০ মার্চ ২০১৯ | ৫০২

যশোরের বেনাপোল থেকে ভারতে পাচারের সময় দুই কেজি ৬শ গ্রাম ওজনের ২০ পিচ স্বর্ণেরবারসহ জিকরুল ইসলাম (৪০) নামে একজন স্বর্ণেপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার ২০/০৩/১৯ দুপুর ১টার সময় বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে তাকে আটক করে।

আটক পাচারকারী নড়াইলের মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানতে পারি, বেনাপোল সীমান্ত একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে বিজিবি সীমান্তে নিরাপত্তা জেরদার করে। পরে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোষ্টে সন্দেহ ভাজন ওই ব্যক্তির শরীর তল্লাশী করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিচ স্বর্ণেরবার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা বলে জানায় বিজিবি।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, আটক স্বর্ণপাচারকারী বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দের চেষ্টা চলছে বলেও জানান তিনি।