কালিহাতীতে অসামাজিক কার্যকলাপে গ্রেফতার-২
 
												
							 
 টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মহেশপুর এলাকা থেকে (২৭জুলাই) বৃহস্পতিবার রাতে অসামাজিক কার্যকলাপের জন্য ২ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশাররফ হোসেন।
জানাযায়, উপজেলার  এলেঙ্গা পৌরসভার মহেশপুর এলাকার আঃ লতিফ মিয়ার ভাড়া দেয়া বাসায় কতিপয় পুরষ-মহিলা অসামাজিক কার্যকলাপের লিপ্ত থাকাবস্থয় গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার এস আই সজল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ২ জনকে গ্রেফতার করেন। 
গ্রেফতারকৃত আসামীরা হলো কালিহাতী উপজেলার পাইকরা গ্রামের মিনহাজ(৩৫), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পাকচাপাই গ্রামের কল্পনা (৩২)। গ্রেফতারকৃতদের বির“দ্ধে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
								
							 
        
     
								
								
								 
        
     
								 
                         
 
            