সখীপুরে রওশনারা হত্যা মামলায় ছেলে ও মেয়ের জামাইকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

সখীপুর সংবাদদাতা :
প্রকাশিত: ১১:৪৭ এএম, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ | ২৯৬
টাঙ্গাইলের সখীপুরে রওশনারা (৫৫) নামের এক বিধবা মহিলা হত্যা মামলায় তাঁর ছেলে ও মেয়ের জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ছোটচওনা পাইনার বাইদ এলাকা থেকে ওই বিধবা নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে বুধবার সকালে নিহতের ভাই আবদুল লতিফ বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত রওশনারা বেগম ওই গ্রামের মৃত আবদুল আলীর স্ত্রী। এ ঘটনায় বুধবার সকালে প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য ছেলে আবদুর রশিদ (৩০) এবং মেয়ের জামাতা আবু সাইদকে আটক করলেও বৃহস্পতিবার তাদের গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, রওশনারা হত্যা মামলায় তাঁর ছেলে ও মেয়ের জামাতাকে ৫ দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত: দুই সন্তানের জননী রওশনারা বেগম স্বামী আবদুল আলী মারা যাওয়ার পর থেকে বাড়িতে একাই থাকতেন। মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেও ব্যবসায়ীক কাজে বাড়ী ছেড়ে বউকে নিয়ে সখীপুর পৌরসভায় থাকেন। গত মঙ্গলবারদিন প্রতিবেশীরা রওশনারা বেগমকে দেখতে না পেয়ে তাঁর খোঁজে রাত ৯ টার দিকে তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালবদ্ধ দেখতে পেয়ে মোবাইল ফোনে কল করলে ঘরের ভেতরে ফোন বেজে ওঠে। এ সময় প্রতিবেশীরা তালাবদ্ধ ঘরের দরজার ফাঁকা দিয়ে টর্চলাইটের আলোতে রক্তাক্ত অবস্থয় ওই মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ওই রাতেই রওশনারার লাশ ও হত্যাকান্ডে ব্যবহৃত দাঁ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসে।